বাংলামটরে পুলিশের গাড়িতে পেট্রোলবোমা, কনস্টেবল নিহত
ঢাকা : রাজধানীর বাংলামটরে পুলিশের রিকুইজিশন গাড়িতে পেট্রোলবোমা হামলায় ফেরদৌস খলীল নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ফয়জুল ইসলাম (৪০) (ব্যাজ নং-২৭০৯১) নামের আরেক পুলিশ কনস্টেবল ও ওই গাড়ির ড্রাইভার বায়েজিদ হোসেন (৩০) দ্বগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। দ্বগ্ধ দুইজনকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
নিহত পুলিশ কনস্টেবলের ব্যাজ নং ১৩৯৬৬। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তার বাবার নাম আব্দুল হামিদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১টায় পুলিশের রিকুইজিশনের একটি গাড়ি বাংলামটর এসে দাঁড়ায়। এসময় গাড়িতে তিন/চারজন পুলিশ বসে ছিল। গাড়িটি ডিউটি শেষে পুলিশ সদস্যদের নিয়ে রাজারবাগ যাওয়ার উদ্দেশে সেখানে দাঁড়ায়। এর মধ্যেই হঠাৎ করে কে বা কারা এসে পেট্রোলবোমা নিক্ষেপ করলে বাসটিতে আগুন ধরে যায়।
এরপর পুলিশ এসে ওই এলাকায় সতর্ক অবস্থান নেয়। এ ঘটনায় বাংলামটর ও এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।