বাংলাদেশ ১০৭/৫, ৪৫০ রানে পিছিয়ে
বড় ধরণের হারের শঙ্কা নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৫৫৭ রান সামনে রেখে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১০৭ রানে আজকের দ্বিতীয় দিন শেষ করেছে। পাকিস্তানের চেয়ে এখনও তারা ৪৫০ রানে পিছিয়ে। সাকিব আল হাসান ১৪ রানে অপরাজিত আছেন। ইনিংসের শুরুতে ৩৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বিপেদ পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানের মাথায় তামিম ইকবালের পর ৩৯ রানে ব্যক্তিগত ১৩ রানে ফেরেন মুমিনুল হক। এছাড়া মাহমুদুল্লাহ ২৮ ও সর্বোচ্চ ৩২ রান করেন ইমরুল কায়েস। আর দিনের শেষ ওভারের এক বল বাকি থাতে ইয়াসির শাহ-এর বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মুশফিকুর রহীম। পাকিস্তানের পক্ষে ২৬ রানে ২ উইকেট নেন জুনাইদ খান।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে আজকের দ্বিতীয় দিন ব্যাট করতে নামে পাকিস্তান। সফরকারীরা ৮ উইকেটে ৫৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। আগের দিন ১২৭ রানে অপরাজিত আজহার আলী আজ ডাবল সেঞ্চুরি করে ২২৬ রান করেন। এছাড়া আসাদ শফিক করেন ১০৭ রান। আর আগের দিন ইউনুস খান ১৪৮ রান করেন। সরফরাজ আহমেদ ২১ রানে অপরাজিত থাকেন।