বাংলাদেশ সহ আঞ্চলিক ইস্যুতে মুন-সুষমা আলোচনা
বাংলাদেশ সহ আঞ্চলিক ইস্যুতে মুন-সুষমা আলোচনা

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ সহ এ অঞ্চলের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে এক হোটেলে আলোচনা হয়েছে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে। এ খবর দিয়ে অনলাইন আউটলুক ইন্ডিয়া বলেছে, আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে ২০শে জুন তাদের মধ্যে ওই বৈঠক হয়। ম্যানহাটানের ওই হোটেলে অবস্্থান করছেন সুষমা স্বরাজ। এ বিষয়ে বান কি মুনের অফিস থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ কিছু বিষয়ে তারা একে অন্যকে সমর্থন করেছেন এবং বিশেখ কিছু ইভেন্টের কথা উঠে এসেছে। তবে সেগুলো কি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয় নি। তবে এটুকু বলা হয়েছে যে, তারা জলবায়ুর পরিবর্তন ও এসব ক্ষেত্রে স্থিতিশীল নেতৃত্ব নিয়ে আলোচনা করেছেন। তাছাড়া তারা আলোচনা করেছেন হাই লেভেন প্যানেল অন পিস অপারেশনস-এর রিপোর্ট নিয়ে।