বাংলাদেশ সফরে ভারতের কোচ রবি শাস্ত্রী

02/06/2015 3:40 pmViews: 6
বাংলাদেশ সফরে ভারতের কোচ রবি শাস্ত্রী


 ০২ জুন, ২০১৫

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাবেক এই অলরাউন্ডারের নাম অবশ্য ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী কোচ হিসেবে।  খবর জিনিউজ।

কোচ হিসেবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন রবি শাস্ত্রী। এর আগে ২০০৭ বিশ্বকাপ শেষে গ্রেগ চ্যাপেল পদত্যাগ করার পর ভারতের কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। গত বছরের আগস্ট থেকে বিশ্বকাপ পর্যন্ত ‘টিম ইন্ডিয়া’র ডিরেক্টরের দায়িত্বে ছিলেন শাস্ত্রী। দীর্ঘ দিন ধরে ভারতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার জন্যই বাংলাদেশ সফরে তাঁকে কোচ হিসেবে নির্বাচিত করেছে বিসিসিআই।

এই সফরে ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে থাকবেন সঞ্জয় বাঙ্গার ও ভরত অরুণ। ফিল্ডিং কোচ আর শ্রীধর। ভারতীয় দলের প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবে ঘোষণা করা হয়েছে বিশ্বরূপ দের নাম।

১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত  ৮০টি টেস্ট খেলে তিন হাজার ৮৩০ রান করেছিলেন শাস্ত্রী। বাঁহাতি স্পিনে নিয়েছিলেন ১৫১ উইকেট। ১৫০টি ওয়ানডে খেলে তিন হাজার ১০৮ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১২৯টি। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনটি।

তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে আগামী ৭ জুন বাংলাদেশে আসবে ভারত।

Leave a Reply