বাংলাদেশ সফরে দ. আফ্রিকা দল ঘোষণা
বাংলাদেশ সফরে দ. আফ্রিকা দল ঘোষণা
বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড । তিন ফরমেটের লড়াইয়ে পৃথক তিন অধিনায়কের নেতৃত্বে এবারের বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রোটিয়া টেস্ট দলের নেতৃত্ব দেবেন হাশিম আমলা। ওয়ানডে দলের নেতৃত্ব থাকছে যথারীতি এবি ডি ভিলিয়ার্সের হাতে। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক থাকছেন ফাফ ডু প্লেসি। আগামী ৫ই জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ। সফরে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তবে সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না প্রোটিয়া শীর্ষ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে যাবেন বিশ্বসেরা এ ব্যাটিং তারকা।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, রিজা হেনড্রিকস, ফাফ ডু প্লেসি, স্টিয়ান ভ্যান জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, অ্যারন ফাংগিসো, সিমন হারমার, তেম্বা বাভুমা, কাগিসো রাবাদা ও ডেন ভিলাস।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি, রাইলি রুসো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিন, ক্রিস মরিস, মরনে মরকেল, ইমরান তাহির, কাগিসো রাবাদা, কাইল অ্যাবট, অ্যারন ফাংগিসো, ওয়েইন পারনেল ও রায়ান ম্যাকলারেন।
দক্ষিণ আফ্রিকা টি-২০ দল: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রুসো, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেভিড ভিসা, ক্রিস মরিস, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, অ্যারন ফাংগিসো, এডি লেই, ওয়েইন পারনেল ও বিউরান হেনড্রিকস।