বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই

06/12/2020 10:17 pmViews: 32

বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই

বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই

নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করেছে বাংলাদেশ ও ভুটান। রবিবার অগ্রাধিকারমূলক এই বাণিজ্য চুক্তি সই হয়।

এই চুক্তি সইয়ের ফলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। আর ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে।

 

ভার্চুয়ালি বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের পক্ষে দেশিটির অর্থ-বাণিজ্যমন্ত্রী লোকনাথ শর্মা চুক্তি সই করেন। ১৯৭১ সালে ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক দিনে এই চুক্তি সই হলো।

চুক্তি সই অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে ভুটান প্রান্ত থেকে দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

Leave a Reply