বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

25/05/2015 1:57 pmViews: 9
বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশ-ভারত স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৭৪ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। যেটি মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত। এরপর বাংলাদেশ সেটি সংসদে চূড়ান্ত করে। অতিসম্প্রতি ভারতও তাদের সংসদে এটি পাশ করেছে। এর মধ্য দিয়ে চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনি বাঁধা থাকলো না।

তিনি বলেন, চুক্তিটি পুনঃসমর্থনের জন্য মন্ত্রিসভায় আনা হয়েছিল। মন্ত্রিসভা এটি অনুমোদন দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরকালে চুক্তির দলিলপত্র বিনিময় করা হবে।

Leave a Reply