বাংলাদেশ ব্যাংকের জিএমসহ গ্রেফতার ২

17/07/2016 4:27 pmViews: 6
বাংলাদেশ ব্যাংকের জিএমসহ গ্রেফতার ২
 
বাংলাদেশ ব্যাংকের জিএমসহ গ্রেফতার ২
দুর্নীতির মামলায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপকসহ (জিএম) দুইজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন-বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের হিসাব ও অডিট বিভাগের বর্তমান জিএম বদরুল হক খান এবং রাইজিং স্টিল মিল লিমিটেডের পরিচালক জসীম উদ্দিন চৌধুরী।
এর আগে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রামে এবি ব্যাংকের সোয়া তিনশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। এই মামলাতে বদরুল ও জসীমকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে শনিবার গভীর রাতে ডবলমুরিং থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা আসলাম চৌধুরী, তার স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন চৌধুরী, ও এবি ব্যাংকের সাবেক এমডি এ কে এম ফজলুর রহমান।
দুদকের চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply