বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের ভাগ্য নির্ধারণ আজ

24/10/2013 6:35 pmViews: 10

168859মিথুন আশরাফ ॥ বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র হয়েছে। আজ দ্বিতীয় টেস্টের শেষ দিন। এ দিনে টেস্টে কোন দল জিতবে, না টেস্ট ড্র হয়ে যাবে; সেই ফয়সালা হবে। এখন পর্যন্ত যে অবস্থা তাতে বাংলাদেশ ১১৪ রানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৮২ রান করার পর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে এ্যান্ডারসনের ১১৬ রানের পর ওয়াটলিংয়ের অপরাজিত ৭০ রানে ৪৩৭ রান করে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৫৫ রানে এগিয়ে যায়। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তামিম-মমিনুলের তৃতীয় উইকেটের ১৫৭ রানের জুটিতে ২৬৯ রান করে। তামিম ৭০ রান করে আউট হন। মমিনুল হক এখনও ক্যারিয়ারের দ্বিতীয় শতক ও টানা দুই টেস্টে শতক করে ১২৬ রান নিয়ে ব্যাট করছেন। তাঁর সঙ্গে আছেন সাকিব আল হাসান (৩২)। আজ ম্যাচের শেষ দিনে এ দুজন দলকে বাঁচাতে নামবেন।
ম্যাচে জয় ও ড্র যে কোন একটি ফল আসবে। তবে এখনও নিশ্চিত নয় কোন দল জয় পাবে। ম্যাচে এখন এমন পরিস্থিতি বিরাজ করছে যে ড্র হওয়াটা স্বাভাবিক। তবে অস্বাভাবিক হয়ে কারও হাতে জয়ও ধরা দিতে পারে। যে কোন দল জিতে যেতে পারে। চতুর্থ দিন শেষে বাংলাদেশ ভাল অবস্থানে থাকলেও পঞ্চম দিন সকালে দ্রুত অলআউট হয়ে গেলে নিউজিল্যান্ড জিতে যেতে পারে। আর যদি বাংলাদেশ আরও ১৫০-২০০ রানের মতো দ্রুত সময়ে যোগ করে ঝুঁকি নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার সুযোগ দেয় তাহলে জয়ও ধরা দিতে পারে। কিভাবে? বাংলাদেশ যদি ৩০০ রানের মতো দ্রুততম সময়ে টার্গেট নিউজিল্যান্ডকে ছুড়ে দিতে পারে তাহলে একটা সম্ভাবনা আছে। নিউজিল্যান্ড যেহেতু প্রথম টেস্ট ড্র করেছে, দ্বিতীয় টেস্টে জয় তুলে নিতে চাইবে। এমন মুহূর্তে উইকেট যদি স্পিনারদের সহযোগিতা করে তাহলে এ রান করার আগেই নিউজিল্যান্ড অলআউটও হয়ে যেতে পারে। বাংলাদেশ অথবা নিউজিল্যান্ড যে কোন দলই জয় নিয়ে মাঠ ছাড়ার মতো পরিস্থিতি এখনও ম্যাচে বিরাজ করছে। আর তাই ওপেনার তামিম ইকবাল ম্যাচের ফল কী হতে পারে এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
জয়ের হিসেব গেল। এবার আসা যাক ড্র’র হিসেবে। এ ম্যাচ যেভাবে চলছে সেভাবে আজও যদি চলে ড্র হয়ে যাবে। মমিনুল ও সাকিব খেলছে। ব্যাটসম্যান আছে মুশফিক, নাসির ও সোহাগ গাজী। ব্যাটিংয়ে নামার সুযোগ থাকছে রাজ্জাক, রুবেল ও আল আমিনেরও। দিনটিতে ৯০ ওভার খেলা হবে। বাংলাদেশ এগিয়ে ১১৪ রানে। যদি এ ব্যাটসম্যানগুলো মিলে ৫০ ওভার খেলে দিতে পারে তাহলে ম্যাচ ড্র হয়ে যাবে। ৫০ ওভারে রান যদি ২০০ হয়, টার্গেট হবে ৩০০ রানের ওপর। আর যদি ১৫০ রান হয় তাহলে টার্গেট হবে ২৫০ রানের ওপর। তখন নিউজিল্যান্ড বাকি থাকা ওভারে টার্গেট অতিক্রম করতে পারবে না। ঠিক যেমনটি হয়েছে প্রথম টেস্টে। ৪৬ ওভারে বাংলাদেশকে জিততে ২৫৬ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। সেটি অতিক্রম করা সম্ভব হয়নি। ঠিক তেমনি নিউজিল্যান্ডেরও সম্ভব হবে না। এ কাজটিই করতে চাইছে বাংলাদেশ।

Leave a Reply