বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদকঃ নানা জলপনা কল্পনার পর আগামী ৯ই সেপ্টেম্বর বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুইটি প্যানেলে ৩০ জন করে মোট ৬০ জন প্রতিদন্দিতা করছে। সরজমিনে স্থানীয়দের সাথে কথা বলে যানা যায় পর পর দুই বার কারসাজি করে নিয়ম মাফিক নির্বাচন হতে দেয়নি বর্তমান সভাপতি তালুকদার মোঃ মনির। যানা যায় বর্তমান সভাপতি তালুকদার মোঃ মনির এর বিরুদ্ধে গাড়ীর মালামাল চুরি ও ডাকাত চক্রের সাথে যোগাযোগ ও নানা অনিয়োম এর অভিযোগ রয়েছে। যানা গেছে বর্তমান সভাপতি তালুকদার মোঃ মনির এর সাথে একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে। তেজগাঁও ট্রাকষ্ট্যান্ডে সরজমিনে গিয়ে দেখা যায় আগামী ৯ই সেপ্টেম্বর বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনের তুমুল প্রচারনা চলছে উভয় প্যানেলের পক্ষ থেকে। বর্তমান সভাপতি তালুকদার মোঃ মনির এর বিরুদ্ধে গাড়ীর মালামাল চুরি ও ডাকাত চক্রের সাথে যোগসাযোশ ও জুয়ার বোর্ড চালানো সহ নানা অনিয়োম এবং অভিযোগের কারনে সাধারণ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভাররা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবার। যানা যায় সাধারণ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভাররা এবার নির্বাচনে যোগ্য প্রতিনিধী চাচ্ছে। তারা বলেন বর্তামান সভাপতি তালুকদার মোঃ মনির গত দুই বার ক্ষমতায় থাকা কালে তার দেওয়া কোন প্রতিশ্রতি বাস্তবায়ন করে নাই। যার কারনে তারা এবার যোগ্য প্রতিনিধী আশা করছে যে তাদের যোক্তিক দাবি গুলি পুরন করতে পারবে। এ ক্ষেত্রে তালুকদার মোঃ মনির এর বিরুদ্ধে না অনিয়ম ও অভিযোগগের কারনে এবং তার দেওয়া প্রতিশ্রতি পালন না করার কারনে নতুন সভাপত প্রার্থী মো জাহাঙ্গীর আলমের কলস মার্কার প্রতি সাধারন ভোটার আগ্রহ বেশি।
এদিকে আলোচিত কলস মার্কা নিয়ে প্রতিদন্দিতা করা সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের এর কাছে যানতে চাইলে তিনি বলে বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিকরা অনেক অবহেলিত আগে যারা দায়িত্বে ছিল মূল তারা শ্রমিকদের জন্য কোন কিছুই করেনাই তিনি নির্বাচিত হলে শ্রমিকদের যে সকল ন্যজ্য দাবি দাওয়া রয়েছে তা পুরন করার জন্য জোর প্রচেষ্টা চালাবেন। এবং হাইওয়ে রোডে অথবা ঢাকার ভিতরের নিদৃষ্ট জায়গায় গাড়ীর কাগজ পত্র চেকিং এব শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা বরাদ্ধের ব্যবস্থা করা, বিশেষ করে শ্রমিকদের অন্যতম দাবি হচ্ছে একটি আধুনিক ট্রাক ট্রার্মিনাল নির্মান ও তেজগাঁও ট্রাক ট্রাকষ্ট্যান্ড সহ সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন এর নামে চাঁদাবাজি বন্ধ সহ ও নানা রকম ট্রাফিক পুলিশের হয়রানী বন্ধের জন্য জোর প্রচেষ্টা চালাবেন বলে তিনি প্রতিশ্রতি দিয়েছেন। সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম তার জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী বলে প্রতিবেদককে জানিয়েছেন।