বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশনের ২০২৩-২০২৫ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি মোঃ জুয়েল সরকার , সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশনের ২০২৩-২০২৫ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা। নতুন সভাপতি মোঃ জুয়েল সরকার জেলা চাঁদপুর ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান জেলা মাদারীপুর। গত ২১-০১-২০২৩ স্থায়ী পরিষদ ভার্চুয়াল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভার সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আসাদুজ্জামান স্যার স্থায়ী পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশন। আহ্বায়ক কমিটি তেতত্রিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি সুপারিশ করে স্থায়ী পরিষদে দাখিল করে। পরে স্থায়ী পরিষদের সকল সদস্যর সাক্ষর সম্বলিত তেতত্রিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে স্থায়ী পরিষদ। যারা আগামী ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি (এক) হাজী রফিকুল ইসলাম রুবেল জেলা কুমিল্লা, সহ-সভাপতি (দুই) এম এম আশরাফ জেলা চাঁদপুর, যুগ্ম সাধারন সম্পাদক (এক) মো: দাউদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক (দুই) নাছিমুন নাহার মিম্মি,সাংগঠনিক সম্পাদক শিশির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক লোটাস আহমেদ শুভ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী মৌসুমী আক্তার,অর্থ সম্পাদক হাসানুর রহমান সিয়াম, যুগ্ম অর্থ সম্পাদক আলোমগীর হোসেন,আইন বিষয়ক সম্পাদক মোহাম্মাদ সুমন, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক ঈশিতা রহমান নিশি, দপ্তর সম্পাদক আহসান হাবিব, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক শফিকুল ইসলাম, পরিকল্পনা সম্পাদক সৈয়দ মোস্তাকিম, প্রচার সম্পাদক রুপা খাতুন, যুগ্ম প্রচার সম্পাদক দীন মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক ইনামুল হক, পাঠাগার সম্পাদক কাজল মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আকতার, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার,যুব ও ক্রীড়া সম্পাদক তাসফিক রহমান,ক্যাডেট উন্নয়ন বিষয়ক সম্পাদক ওয়ালী উল্লাহ বিপ্লব, যুগ্ম ক্যাডেট উন্নয়ন বিষয়ক সম্পাদকা বৃষ্টি রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: শফিকুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনজুরুল হক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক জাবির তালুকদার, আপ্যায়ন সম্পাদক অপু উল্লাহ, নির্বাহী সদস্য মিতু আক্তার, নির্বহী সদস্য সেতু খাতুন এবং ফরহাদ হোসেন।
নতুন কমিটির ঘোষণা আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও সুশৃঙ্খল দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করা। সংগঠনের ভাবমূর্তি সবার কাছে তুলে ধরা এবং সকল প্রকার সেচ্ছাচারিতা দূর করে জবাবদিহি মূলক সিদ্ধান্ত গ্রহণ করা। সেচ্ছাসেবী সামাজিক সংগঠন কখনো কারো কর্তৃত্ব গ্রহণ করতে পারে না বা করা কখনো গ্রহণযোগ্য নয়। আমাদের সংগঠন সকল সদস্যর মতামতের ভিত্তিতে কল্যাণের পথে অগ্রসর হবে ইনশাআল্লাহ।
সংগঠনের নতুন সভাপতি মোঃ জুয়েল সরকার বলেন আমি এর আগে সাধারন সম্পাদক ছিলাম। সব সময় সবার মতামতের গুরুত্ব দিতাম আমি। তাই আজ আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। আমাদের প্রতিটি জেলায় সদস্য রয়েছে। সামনে আমরা বিভিন্ন জেলার সদস্যদের নিয়ে জেলা কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আমাদের সংগঠন ২০২২ যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠন ও আমি সেরা সংগঠক হিসাবে স্মীকৃতি পেয়েছি। যা আমাদের সবার অর্জন।
সাধারন সম্পাদক হাফিজুর রহমান বলেন, আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ পাওয়া যুব সমাজ যারা দেশ ও জাতির জন্য অমূল্য সম্পদ। আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয় বেকারত্ব দুর করা, আত্মনির্ভরশীল হওযা, ট্রাস্ট গঠনের মাধ্যমে ক্যাডেট সহায়তা করা, প্রুশক্ষণ কে কাজে লাগিয়ে দেশের সংস্কার মূলক কাজ করা। সর্বপরি এই জাতীয় মানব সম্পদকে একত্রিত রাখা। উল্লেখ এর পূবে আমি অনেক গুলো সংগঠনের সাথে ছিলাম। বরিশাল বিশ্ববিদ্য়ালয় পরিবেশ ও ডিজেজস্টার ম্যানেজমেন্ট সোসাইটি এর প্রতিষ্ঠা, হাফেজে কোরআন ফাউন্ডেশন বরিশাল বিশ্ববিদ্যাল এর প্রতিষ্ঠা, বরিশাল বিশ্ববিদ্যালয় বাঁধন পরিবার তৈরি- আহ্বায়ক কমিটি সদস্য, কন্জুমার ইউথ বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যায় এর উদ্যোক্তা, এমন কি বরিশাল বিশ্ববিদ্যায়ল নাট্য দলের একজন কর্মী- সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্যও ছিলাম।
সংগঠন পরিচালনা করা কতটা কঠিন প্রশ্নের জবাবে হাফিজুর রহমান বলেন, দেখুন আমরা যাদের সদস্য হিসাবে পেয়েছি সবাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে প্রশিক্ষণ প্রাপ্ত। নিয়ম, শৃঙ্খলা, একতা এমনকি সেচ্ছাসেবী এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ। তাদের সকলের ভিতরে নেতৃত্বের গুণাবলি বৃদ্ধমান। সবাই সমাজ সম্পর্কে সচেতন। দেশের উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গড়ার দক্ষ জনশক্তি। সরকার অর্থ খরচ করে আমদের প্রশিক্ষণ দিয়েছে। তাই আমদের দেশের সার্থে কাজ করতে হবে। আমাদের সংগঠন দেশের সার্থে কাজ করবে ইনশাআল্লাহ।
আপনাদের সংগঠনে কোন সীমাবদ্ধতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে, সাধারন সম্পাদক হাফিজুর রহমান বলেন, আমি যদি এক কথায় বলি। না, আমাদের কোন সীমাবদ্ধতা নেই। তবে সবখানে কিছু দুষ্টু লোক বাসা বাধার পায়তারা করে। তাদের ব্যাপারে সচেতন থাকা আমাদের প্রয়োজন। যথা সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারলে এটা কোন বিষয় নয়। আমাদের সংগঠন এগিয়ে যাচ্ছে, যাবে। আমাদের এক্স ক্যাডেট সদস্যগণ দেশের প্রয়োজনে বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশনের মাধ্যমে ঐক্যবদ্ধ রয়েছে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশন এর সাথে ইনশাআল্লাহ।
স্থায়ী পরিষদ মোট মেম্বার নয় জন সদস্যের ভারচুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন। সবার সম্মতিতে নতুন কেন্দ্রীয় কমিটি , স্থায়ী পরিষদ চেয়ারম্যান প্রফেসর মোঃ আসাদুজ্জামান সারের সভাপতিত্বে গৃহীত হয় এবং সবার সাক্ষরিত কপি প্রকাশ করা হয়।