বাংলাদেশে সফর স্থগিতে অস্ট্রেলিয়াকে আফ্রিদির একহাত

সোমবার পাকিস্তানে সফররত বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং পাকিস্তান নারী ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাতকালে আফ্রিদি সফর স্থগিত করায় অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা করেন।
এসময় বুম বুম আফ্রিদি খ্যাত এ ঝড়ো ব্যাটসম্যান বলেন, এরকম একটা ক্ষুদ্র ইস্যুতে বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর বাতিল করা উচিত হয়নি।
পাকিস্তানে ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সে দেশে পাঠানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আফ্রিদি বলেন, বিদেশী দলগুলো নিরাপত্তার কথা বলে পাকিস্তানে সফরে আসছে না। এখন আবার বাংলাদেশেও অনেকেই সফর বাতিল করছে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন।
উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত মাসের শেষ দিকে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্ত নিরাপত্তাজনতি শঙ্কার কথা বলে সফর স্থগিত করেছে টিম অস্ট্রেলিয়া। গতকাল সোমবার বাংলাদেশে না আসার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। একই কারণে বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়ার ফুটবল দলও।