বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

07/06/2014 4:22 pmViews: 11

 

 

ঢাকা, ৭ জুন  : বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের হায়জেং সম্মেলন কেন্দ্রে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ চীনে রফতানি করছে ৪৫৮ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে চীন থেকে আমদানি করেছে ৬ দশমিক ৩০৭ বিলিয়ন ডলারের পণ্য।

চীনের বাংলাদেশ থেকে আরো তৈরি পোশাক, ওষুধ, কুটির শিল্প, সিরামিক, চামড়াজাত পণ্য ও মাছ আমদানি করা উচিত বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে চীনের আরো বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাবে। তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরাই সবচেয়ে বেশি উদার।

তিনি জানান, বাংলাদেশে তাদের তৈরি পণ্য ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়াসহ অন্যান্য উন্নত দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক খাতের কর্মকা- ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করছে। বাংলাদেশ এখন জাহাজ থেকে শুরু করে চিপস তৈরি করছে।

তিনি বলেন, আমাদের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসাকে সহায়তার জন্যই। আমি বিশ্বাস করি, আমাদের বিশ্বস্ত বন্ধু হিসাবে আমাদের লক্ষ্য পূরণে চীন আমাদের সহায়তা দেবে।

অনুষ্ঠানে ফোরামে অন্যদের মধ্যে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ড. মোহাম্মদ জামিল আহমেদ, সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা, সার্ক শিল্প ও বণিক সমিতির সভাপতি ইসমাইল আসিফ, চীন কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সচিব কিন গুয়াংরং এবং চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের সভাপতি জিয়াং জেংউই বক্তব্য রাখেন।

Leave a Reply