বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হতে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে স্থানীয় একটি হোটেলে দুইদিনব্যাপি ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট এন্ড পলিসি সামিট-২০১৬’র উদ্বোধনী সেশনে তিনি এই আহ্বান জানান।
বিনিয়োগের জন্য বাংলাদেশকে আকষর্ণীয় স্থান উল্লেখ করে প্রধানমন্ত্রী বিদেশিদের বিনিয়োগের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ একটা সুন্দর দেশ। আসুন, এখানে বিনিয়োগ করুন। আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের সক্রিয় অংশীদার হওয়ার এখনই যথার্থ সময়।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারপারসন হিসেবে আমি আপনাদের, বিশেষ করে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের, নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরণের সহায়তার দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশে আপনার বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত।
তিনি বলেন, আজকের বাংলাদেশ হচ্ছে সম্পূর্ণ পরিবর্তিত এক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন আরো বেশি আত্মবিশ্বাসী। তারা যে কোন অসম্ভব কাজকে বাস্তবায়ন করতে আরো বেশি আত্মবিশ্বাসী ও অঙ্গীকারাবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আমরা ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আমরা সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য ৩০টি এলাকা নির্বাচন করা হয়েছে। আগামী মাসে ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও প্রধানমন্ত্রী জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন-অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বোর্ড অব ইনভেস্টমেন্টের ভাইস চেয়ারম্যান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা এবং ভারতের আদানী গ্রুপের চেয়ারমান গৌতম আদানী।-বাসস।