বাংলাদেশে ইসলামপন্থী নেতাকে ফাঁসি : বিবিসি

11/05/2016 10:04 amViews: 6
বিবিসি : বাংলাদেশে ইসলামপন্থী নেতাকে ফাঁসি
বিবিসি : বাংলাদেশে ইসলামপন্থী নেতাকে ফাঁসি
যুক্তরাজ্যের বার্তা সংস্থা ব্রিটিশ ব্রোডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) তার শীর্ষ প্রতিবেদনে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি প্রসঙ্গে লেখে, ‘বাংলাদেশে শীর্ষ ইসলামপন্থী নেতাকে ফাঁসি।’ তাদের প্রতিবেদনে জানানো হয়, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধ চলাকালে করা অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়া হয়। তার বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল।
নিজামী বাংলাদেশের জামায়াত ইসলামের এক সময়কার শীর্ষ নেতা এমনটি জানিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, কয়েকশ মানুষ তার মৃত্যু উদযাপনের জন্য ঢাকা কেন্দ্রিয় কারাগারের সামনে জড়ো হয়।
প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৩ পর ফাঁসি হওয়া পাঁচজন বিরোধী দলের নেতার মধ্যে শীর্ষ নেতা ছিলেন নিজামী।
এদিকে বিবিসি তার প্রতিবেদনে জামায়াত ইসলামের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান মকবুল আহমেদ বক্তব্য প্রকাশ করে। তিনি বিবিসিকে বলেন, নিজামীর প্রতি অবিচার করা হয়েছে। সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
নিজামীর অপরাধের ওপর আলোকপাত করে প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানি আর্মিকে সাহায্য করার জন্য মিলিশিয়া বাহিনী গঠন করে নিজামী। এই বাহিনীর মাধ্যমে মুক্তিকামী আন্দোলনকারীদের খুঁজে খুঁজে হত্যা করা হত। বিবিসি।

Leave a Reply