বাংলাদেশে অশান্তির বিষফোঁড়া বিএনপি জামায়াত: তথ্যমন্ত্রী

18/02/2016 12:41 pmViews: 9
বাংলাদেশে অশান্তির বিষফোঁড়া বিএনপি জামায়াত: তথ্যমন্ত্রী
বাংলাদেশে অশান্তির বিষফোঁড়া বিএনপি জামায়াত: তথ্যমন্ত্রী
বিএনপি-জামায়াতকে বাংলাদেশের ‘অশান্তির বিষফোঁড়া’ বলে উল্লেখ করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সাম্প্রদায়িক জঞ্জাল দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাকিস্তান হচ্ছে উপমহাদেশে অশান্তির বিষফোঁড়া। আর বিএনপি, জামায়াত ও জঙ্গি খালেদা হচ্ছে বাংলাদেশে অশান্তির বিষফোঁড়া।”
তিনি বলেন, ‘যদি গণতন্ত্রে থাকতে চান, সাংবিধানিক প্রক্রিয়ায় থাকতে চান, তাহলে জাতির সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশে সাম্প্রদায়িকতার জঞ্জাল গণতন্ত্রে থাকবে কি থাকবে না। গণতন্ত্রকে জঞ্জালমুক্ত না করা পর্যন্ত বাংলাদেশ আর সামনের দিকে ভালোভাবে এগুতে পারবে না।’
বাংলাদেশকে শান্তির পথে, অসাম্প্রদায়িকতার পথে, উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে দেশের মানুষ ও নেতা-নেত্রীদের এখনই ‘গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করার’ সেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান  তিনি।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন পলিট ব্যুরোর সদস্য এম এ গণি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ন্যাপের সহ সভাপতি আব্দুর রশিদ সরকার।

Leave a Reply