‘বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হবে না’
বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশের মানুষ সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।’
তিনি বলেন, যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে রাজনীতি করে কোমলমতি মেধাবী ছাত্র-ছাত্রীদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে- তারা সভ্য মানুষ হতে পারে না। তারা ইসলামের কেউ নয়। ইসলাম মানুষ হত্যা, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ সমর্থন করে না।
নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় সাধন চন্দ্র মজুমদার এমপি, পুলিশ সুপার মোজাম্মেল হক, সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন, সাপাহার উপজেলা চেয়ারম্যান সামসুল আলম শাহ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস প্রধানরা বক্তব্য রাখেন। -বাসস