বাংলাদেশের বড় হার

20/01/2016 7:37 pmViews: 4

 

 

পরীক্ষা নিরীক্ষার খেসারত দিলো বাংলাদেশ। জিম্বুবয়ের বিপক্ষে সিরিজের  তৃতীয় ওয়ানডেতে ৩১ রানের বড় হার দেখলো টাইগাররা। ইনিংসের গুরুত্বপূর্ণ  বাঁকে ব্যাট হাতে অল্প ব্যবধানে চার উইকেট খোয়ায় বাংলাদেশ। মাত্র ১৫ রানের ব্যবধানে উইকেট খুইয়ে একে একে সাজঘরে ফিরলেন সাব্বির রহমা, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। এতে ১১.১ ওভারে ৯২/২ থেকে ১৪.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৭/৬-এ। শেষ পর্যন্ত বড় হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ৪৬ রানে উইকেট দেন সাব্বির। দ্বিতীয় ম্যাচে অপরাজিত থাকে ৪৩ রানে। উভয় ম্যাচে দলের সর্বোচ্চ রানের কৃতিত্ব ছিল সাব্বিরের-ই। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকালেন সাব্বির। আর কাঁটায় কাঁটায় ৫০ রানে বাউন্ডারি দড়ির কাছে ক্যাচ দিয়ে সাজঘরেও ফিরে গেলেন তিনি। এতে ১১.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯২/৩।  জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের জন্য টার্গেট ১৮৮ রান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ে ৬ উইকেটে ১৮৭ রান করেছে। বাংলাদেশ টি-টোয়ন্টি দলে আজ চারজনের অভিষেক হলো। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ ও মুখতার আলী। এছাড়া দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস। বিশ্রাম দেয়া হয়েছে তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও মুশফিকুর রহীমকে। এতে আজকের ম্যাচে মোট পাঁচজন খেলোয়াড়ের পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম দু’টি জিতেছে বাংলাদেশ। আজ সিরিজ নিশ্চিত কতে চায় স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট নিয়ে দলীয় ৪৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা ১৯ বলে ২০ রানে ফেছেন মোহাম্মদ শহীদের বলে। এছাড়া ভিসু সিবান্দা ৩৩ বলে ৪৪ ও রিচমন্ড মুতুম্বাবি ১৪ বলে ২০ রানে ফিরেন। ্েছাড়া শন উইলিয়ামস ২৬ বলে ৩২ ও ম্যালকম ওয়ালার করেন ২৩ বলে ৪৯ রান। সাকিব আল হাসান নিয়েছেন তিন উইকেট।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মুকতার আলী, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শহিদ ও আবু হায়দার রনি।

Leave a Reply