বাংলাদেশের বিপদগ্রস্তরা সবসময়ই ভারতে আশ্রয় পাবেন : মমতা
কলকাতা : বাংলাদেশের বিপদগ্রস্তরা সবসময়ই ভারতে আশ্রয় পাবেন এমন মন্তব্য করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর রোববারের বক্তব্যের প্রতিবাদে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, প্রত্যেকেই সুবিধা-অসুবিধায় পড়ে অন্য জায়গায় আশ্রয় নেন। তা গুজরাট হোক, অসম হোক বা বাংলাদেশ। আমাদের প্রতিবেশি দেশ বাংলাদেশকে আমরা যথেষ্ট ভালোবাসি। তারা যদি কোনো বিপদে পড়েন তাহলে আমরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনা। যারা ৭১-এর সময়ে ভারতে এসেছেন তাদের অধিকার ও যারা এখনও বিপদে পড়ে আসবেন তারাও ভারতের বাঙালি বলে গণ্য হবেন।
বিজেপির বক্তব্যে ক্ষুব্ধ মমতা আরো বলেন, যারা বাংলায় (পশ্চিমবঙ্গে) এসে বাঙালি-অবাঙালি ভাগ করে দিচ্ছে, বাংলায় বিদ্বেষ ছড়াচ্ছে। যে বিভাজনের রাজনীতি, জাতপাতের রাজনীতি করছেন মোদী, সেই মোদী ভারতের ইতিহাস জানেন না।
তিনি আরো বলেন, আমরা কখনও জাতপাতের রাজনীতি করিনা, প্রেসিডেন্সির উপাচার্য মারোয়াড়ী, রাজ্যের ডিজি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
তিনি গুজরাটের দুর্ভাগ্যের কথা টেনে বলেন, মোদী ভারতের প্রধানমন্ত্রী হলে কি পরিণতি হতে পারে, সেই সম্পর্কে তিনি কালো দিনের উদাহরণ দিয়েছেন। পাশাপাশি মমতা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে শয়তান ও দাঙ্গাবাজ বলেও কটাক্ষ করেছেন।
এদিকে, তৃণমুলের সাধারণ সম্পাদক মুকুল রায় মোদীর সারদাকা-ের অভিযোগ প্রসঙ্গে বলেন, মমতার ছবি ১ কোটি ৮০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এই অভিযোগের হয় তারা প্রমাণ করুক নয় নিঃশর্ত ক্ষমা চাক না হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
অন্যদিকে, সারদার মালিক সুদীপ্ত সেনও বলেন, “মুখ্যমন্ত্রীর কোন ছবি কিনিনি”।
উল্লেখ্য, বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ক্ষমতায় এলে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিতাড়িত করা হবে বলে রোববার হুমকি দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। সোমবার তারই সে বক্তব্যের প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।