বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে হার্ভার্ডে আন্তর্জাতিক সম্মেলন
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সংস্কার বিষয়ে দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার ৫ জুন এবং ৬ জুন বোস্টনে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সা’ই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পেরসঙ্গে জড়িত এবং বিশেষভাবে অভিজ্ঞ গবেষক, বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, বাংলাদেশ, ইউরোপ, কানাডা, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পর্যায়ের নীতিনির্ধারক, বিজিএমইএ, বিটিএমএ, বাংলাদেশের তৈরি পোশাকের আমদানিকারক এবং বিক্রেতা, জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এই সম্মলনে ১২টি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞদের গবেষণালব্ধ আলোচনার মাধ্যমে দিক-নির্দেশনা উঠে আসে।বিশেষজ্ঞরা অভিমত পোষণ করেছেন যে, রানা প্লাজায় ধসের ধকল কাটিয়ে বাংলাদেশের পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারবে যদি ক্রেতারা শ্রমিক-কল্যাণের অঙ্গীকার যথাযথভাবে পালন করেন। মার্কিন ফেডারেল প্রশাসন এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা স্বীকার করেছেন যে, ‘সীমিত সম্পদ এবং নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ সরকার পোশাক-শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপকে আরও বলিষ্ঠ করতে পাশ্চাত্যের আমদানিকারকদেরও ভূমিকা রয়েছে।’
হার্ভার্ড ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সংস্কার, বাঁধা ও সুযোগ’ শিরোনামের এ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, যুক্তরাষ্ট্র সরকারের শ্রম দফতরের বিভাগীয় প্রধান ড. ডেভিড উইল এবং হার্ভার্ড বিজনেস স্কুলের ড. মাইকেল টফেল। এছাড়া সম্মলনে বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ফোরাম ‘অ্যালায়েন্স’ এর চেয়ার এলেন টসার এবং ‘অ্যাকরড বাংলাদেশ’র প্রধান নির্বাহী রব ওয়েস। উল্লেখ্য, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোন সম্মলনে এটাই প্রথম অ্যালায়েন্স এবং অ্যাকরডের একত্রে অংশগ্রহণ। আন্তর্জাতিক এই সম্মলনের সমন্বয় করেছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের কর্মকর্তা ইকবাল ইউসুফ।