বাংলাদেশের নির্বাচন সাংবিধানিক প্রয়োজনীয়তা : ভারত

06/01/2014 8:35 pmViews: 4

 

বাংলাদেশের নির্বাচন সাংবিধানিক প্রয়োজনীয়তা : ভারত

 

 

বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনকে সাংবিধানিক প্রয়োজনীয়তা বলে মন্তব্য করেছে ভারত। তারা বলেছে, ‘বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে তাদের মত করেই চলতে দিতে হবে।’

 

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব কথা বলা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতার বিরুদ্ধে অবস্থানও নিয়েছে দেশটি।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিনের উদ্ধৃতি দিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ‘ডিএনএ’ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ‘যেখানে বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যত নির্ধারণ এবং প্রতিনিধি পছন্দ করবে, সেখানে সহিংসতা তার গতিপথ নির্ধারণ করতে পারে না, উচিতও নয়।

Leave a Reply