‘বাংলাদেশের অবস্থান আরও উপরে দেখতে চাই’

02/07/2015 5:36 pmViews: 6

‘বাংলাদেশের অবস্থান আরও উপরে দেখতে চাই’

 ২ জুলাই ২০১৫, বৃহস্পতিবার

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কখনও ‘নিম্নতে’ থাকতে চায় না, সবসময় ‘উঁচুতে’ উঠতে চায়। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। তাই আমাদের অবস্থান আরও উপরে দেখতে চাই। উঁচুতে উঠার জন্য যা যা করণীয় আমরা তা করবো। ২০২১ নয়, বাংলাদেশ আগামী তিন বছরের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ ও একে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  প্রধানমন্ত্রী বলেন, এই স্বাধীন সার্বভৌম দেশ হিসেবেই আমাদের দেশকে উন্নত করতে হবে। এজন্য যে  যেখানে আছেন, যার যার কর্মস্থলে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এই কারণে যে, ইতোমধ্যে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ বলা হয়েছে। মাথাপিছু আয়ের ভিত্তিতে নিজেদের সূচকে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে আনা হয়েছে বলে বুধবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply