বাংলাদেশর রাষ্ট্রদূত সার্বিক পরিস্থিতি অবহিত করলেন মার্কিন সিনেটর ম্যাককেইনকে
যুক্তারাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেট সদস্য জন ম্যাককেইনকে অবহিত করলেন।
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপিকে নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রিপাবলিকান দলের এই প্রভাবশালী সদস্যকে বিস্তারত অবহিত করেন।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর যুক্তারাষ্ট্রের সিনেট ফরেন রিলেসন্স কমিটির এই প্রভাবশালী সদস্যের সঙ্গে আলোচনা হয় এবং এ সময় একরামুল কাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
বৈঠকে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে একটি ঐক্যমতে পৌঁছতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর আহবান ও প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাব সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন।