বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

19/09/2022 11:26 amViews: 3

দীর্ঘ ৭ বছর পর গতকাল বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে-বিদেশে বিএনপি স্বীকৃত সন্ত্রাসী দল। বিএনপি’র রাজনীতি আগুন সন্ত্রাসীর রাজনীতি। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার মাস্টারমাইন্ড। আপনারা বিএনপি’র অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। শেখ হাসিনার বিজয় হবে ইনশা আল্লাহ। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। সারা বিশ্ব যখন সংকটের মধ্যে কাটছে ঠিক সেই সময় এদেশ সামাল দিচ্ছেন শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেবের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি প্রমুখ।

Leave a Reply