বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যু্ক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ দেখতে চাই। পৃথিবীর অন্য যেকোনো দেশের মতোই আমরা দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও বাকস্বাধীনতা দেখতে চাই।
বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগ এখনো শেষ হয়নি বলেও উল্লেখ করেন দেশটির শীর্ষ এই কর্মকর্তা।ৎ
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বাংলাদেশে গত কয়েক মাসে সংখ্যালঘূ ও মুক্তমনা ব্লগারদের উপর হামলা হয়েছে। কিছুদিন আগেই ৬৫ বছর বয়সী এই মুসলিমকে হত্যা করা হয়, এর দুই সপ্তাহ পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম খুন হন।
এছাড়া সমকামীদের অধিকার নিয়ে আন্দোলন করা মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজও আইএসের হামলায় নিহত হন। এর তিন সপ্তাহ আগেই এক হিন্দু দর্জিকে খুন করে সন্ত্রাসীরা।
এনডিটিভি জানায়, এই সব হামলারই দায় স্বীকার করে সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। এনডিটিভি