বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমির প্রাঙ্গণে অমর একুশে বই মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে বলেছেন, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন শ্রেষ্ঠ রচনা সমগ্র অনুবাদ করে বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের মাঝে ৩০ কোটি বই বিনা মূল্যে বিতরণ করেছি। বিএনপির হরতাল ও অবরোধের কারণে যা অত্যন্ত কঠিন ছিল। বর্তমান সরকার বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামন নূর, বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জোহা, ড. আনিসুজ্জামান।