বলিভিয়ার বিপক্ষেও থাকছেন মেসি
বলিভিয়ার বিপক্ষে চোট থেকে ফেরা লিওনেল মেসিকে থাকছেন। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দলের সেরা এই খেলোয়াড় থাকছেন।
তবে সেটা পুরো সময়ের জন্য নয়। বদলি হিসেবেই মাঠে নামবেন এই ফুটবল জাদুকর।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গ্রুপ পর্বে আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়। মার্টিনো বলেন, ‘লিও খেলবে। একটা পরিকল্পনা আছে যে, আমরা তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, যেন সে ভালো অনুভব করে।’
তবে মেসি এখনই শুরুর একাদশে থাকবেন না বলেও জানান মার্তিনো। তিনি বলেন, ‘কিন্তু হ্যাঁ, আমরা যখন টুর্নামেন্টর পরের পর্যায়ে থাকব, মেসি তখন ম্যাচ শুরু করবে।’
পিঠের চোটের কারণে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলেননি আর্জেন্টিনা অধিনায়ক মেসি। তাকে ছাড়াই বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছিল মার্তিনোর দল।
মেসি প্রথমবারের মতো মাঠে নামেন পানামার বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে। ১৯ মিনিটে দারুণ এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৫-০ গোলে জেতান তিনি।
এরই মধ্যে শেষ আটে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপের শীর্ষস্থান পেতেও অনেক এগিয়ে আছে তারা।
প্রথম দুই ম্যাচ থেকে আর্জেন্টিনার পয়েন্ট ৬। আর দ্বিতীয় স্থানে থাকা চিলির পয়েন্ট ৩। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে পানামা। কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হতে হলে চিলিকে হারাতেই হবে দলটির।