বলিউডের বিকিনি কাব্য

14/03/2014 8:45 amViews: 23

মুম্বাই: বলিউডের এখন একটাই ব্রেকিং নিউজ ৷ সোনমের কমলা বিকিনি ৷ পরিচালক নূপুর আস্তানার নতুন ছবি ‘বেওয়াকুঁফিয়া’তে বিকিনি পরে আপাতত, খবরের শিরনামে নিজেকে নিয়ে এসেছেন সোনম কাপুর ৷ তবে তা নিয়ে একটুও খুশি তো নয়ই তিনি উল্টো, রেগেমেগে ব্যোম ৷ দু’দনি আগেই নিন্দুকদের মুখে ঝামা ঘষেছেন সোনম কাপুর ৷ তাই সোনমের বিকিনিকে সঙ্গে নিয়ে আসুন ঘুরে দেখি বলিউডের অন্যান্য বিকিনি বেবদের ৷

গোঁড়া ভারতীয় ঐতিহ্য ৷ নায়িকা পড়বেন বিকিনি! তাও আবার স্বপরিবারে দেখার মতো ছবিতে ! জাস্ট ভাবাই যায় না ৷ সিনেপর্দায় প্রথম বিকিনি বিপ্লব আনলেন শমির্লা ঠাকুর ৷ ‘ অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে পরলেন নীল রঙের টু’পিস ৷ নীল সমুদ্রের পানি চিড়ে, স্পিড বোর্ডের হাওয়ায় পাখা মেলে ধরলেন সেই সময়কার ডাকসাইটে সুন্দরী শর্মিলা ঠাকুর ৷ ছবিতে বিকিনি পরা নিয়ে প্রচুর বির্তকে জড়িয়ে পড়েছিলেন শর্মিলা ৷ নবাবের পতৌদি-র সংসারের লেগেছিল আগুন ৷ তবে খুব সুন্দর করেই পুরো কাণ্ডটি সামলেছিলেন শমির্লা ৷

এরপর সিনেপর্দায় বিকিনি পরে ঝড় তুলেছিলেন জিনাত আমান, পারভিন ববি, মন্দাকিনি, ডিম্পল কাপাডিয়া ৷ বহু সময় ধরে বলিউডের বিকিনি বেবদের তালিকায় দাপিয়ে বেড়িয়েছেন এই বিকিনি সুন্দরীরা ৷

তারপর বেশি কিছু বছর ঘুরে যাওয়ার পর ফের যেন বিকিনি কাব্য শুরু হল, বলি বাজারে ৷ আর জন্য অবশ্যই বাহবা দেয়া উচিত মল্লিকা শেরাওয়াতকে৷ ‘খোয়াইশ’ ছবিতে এন্ট্রি নিয়েই মল্লিকা শুরু করে দিলেন নতুন বিকিনি ম্যাজিক ৷ আগের নায়িকারা যেখানে সুইমস্যুটের কায়দায় পরতেন বিকিনি ৷ নতুন যুগের নায়িকারা সাহসী হলেন আরও ৷ বিন্দাস হয়ে পরে ফেললেন ডায়মন্ডশেপ টু’পিস ৷

মল্লিকার পরে তালিকায় ধীরে ধীরে নাম তুললেন নেহা ধুপিয়া, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু, আর অবশ্যই সানি লিয়ন ৷ বলিউডের এই বিবিরা যদি বিকিনি পরেও বিন্দাসলি ঘুরতে পারেন, তাহলে সোনম পরলেই এত কথা !-ওয়েবসাইট।

Leave a Reply