‘বর্ষবরণে যৌন নিপীড়ন: কয়েকজনকে ধরা হয়েছে’

06/07/2015 2:34 pmViews: 9

‘বর্ষবরণে যৌন নিপীড়ন: কয়েকজনকে ধরা হয়েছে’

৬ জুলাই ২০১৫, সোমবার

বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনার কয়েকজনকে ধরা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংসদের সোমবার জাতীয় সংসদে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ তাহজিব আলম সিদ্দিকী এক সম্পূরক প্রশ্নে তিনি এ কথা বলেন। সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, চিহ্নিত ব্যক্তিদের (ধরার বিষয়ে) আমাদের আইজি সাহেব (পুরস্কারের ) ঘোষণাও দিয়েছেন। কয়েকজনকে আমরা ধরেছি। তাদের আইনের কাছে পৌঁছে দিয়েছি। দুই-একজন বাকি আছে। তাদেরও ধরব। গত ১৪ই এপ্রিল পহেলা বৈশাখের উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়। ওই ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক মাসেও কাউকে গ্রেপ্তার করতে না পেরে ছবি ও ভিডিও দেখে চিহ্নিত আটজনের পরিচয় শনাক্ত করার জন্য গত ১৭ই মে ১ লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়।

Leave a Reply