বর্ষবরণে নারী লাঞ্ছনার ঘটনায় ডিএমপি কার্যালয় ঘেরাও, লাঠিচার্জ

10/05/2015 2:53 pmViews: 5

বর্ষবরণে নারী লাঞ্ছনার ঘটনায় ডিএমপি কার্যালয় ঘেরাও, লাঠিচার্জ

 

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগর পুলিশের কার্যালয় ঘেরার করতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা একটার দিকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ডিএমপি কার্যালয় ঘেরাও করতে যান। কার্যালয় এলাকায় যেতেই পুলিশ তাদের গতিরোধ করে। এসময় নেতাকর্মীরা সামনে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। এসময় তিন কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

Leave a Reply