বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই আজ দেশের উন্নয়ন হচ্ছে। দেশের সব থেকে বড় বড় উন্নয়ন প্রকল্প এই আওয়ামী লীগ সরকারই করেছে এবং ভবিষ্যতে করবে। এতদিন দেশে প্রচলিত ছিল সিরাজগঞ্জ, কাজিপুর বেলকুচি নদী ভাঙ্গন কবলিত এলাকা। যমুনা নদীর ভাঙ্গনে এ সব অঞ্চলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর, জমিজমা হারিয়েছে। কিন্তু কোন সরকারই এদের জন্য স্থায়ী সমাধান করেনি। তাদের নিয়ে এক ধরনের নোংরা রাজনীতি খেলেছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থেকে কাজিপুর উপজেলা পর্যন্ত যমুনা নদীর ডানতীর সংরক্ষণ প্রকল্প পরির্দশনকালে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই সব নিঃস্ব মানুষের স্থায়ী সমাধানের লক্ষে কাজ করছে। যে কারণে সিরাজগঞ্জ থেকে কাজীপুর পর্যন্ত ৪৩০ কোটি টাকা ব্যয়ে ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে নদীর ডানতীর যমুনার ভাঙ্গনের হাত থেকে স্থায়ী ভাবে রক্ষা পাবে। একই সঙ্গে বাধের অভ্যন্তরে হাজার হাজার বিঘা জমি উদ্ধার হবে। এই সব জমিতে মানুষ চাষাবাদ করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে। এই প্রকল্পের কাজ নিয়ে কোন দুর্নীতি, গাফলতি বা স্বজনপ্রীতি মেনে নেয়া হবে। কেউ অভিযুক্ত প্রমাণিত হলে সে যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না।
এ সময় মন্ত্রীপত্মী লায়লা নাসিম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, উপ-সহকারী প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।