বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী : শিল্পমন্ত্রী

08/07/2017 10:34 amViews: 4
বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী : শিল্পমন্ত্রী
 
বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।
তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে নারী সমাজকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কেননা তিনি অবহেলিত নারী সমাজের মর্যাদা বৃদ্ধিসহ সার্বিক মঙ্গলের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছেন। নারীদের উন্নয়নের জন্য বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার।

Leave a Reply