বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটি বারবার প্রমাণ হয়েছে। সাধারণ মানুষের ধারণা, সিটি করপোরেশন নির্বাচন সঠিকভাবে হয়নি। ইভিএম ব্যবহারে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে। তবে কারচুপির অভিযোগ তুললেও নির্বাচন বর্জন করবে না জাপা। শনিবার দলের বনানী কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, আমরা নির্বাচনে আছি। কথা দিয়েছিলাম জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সব নির্বাচনে অংশ নেব। এতে নিজেদের শক্তি-সামর্থ্য মূল্যায়ন করতে পারছি। অপরদিকে দেশবাসী দেখতে পারছে, দেশের নির্বাচন ব্যবস্থা কেমন।