নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারে, ভোট দিতে পারিনি। সাধারণ মানুষ বলতে পারছে, ভোটের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি।তিনি বলেন, ইভিএমে কারচুপি করা হচ্ছে। বাইরে থেকে লোক এনে গোপন বুথে বসিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সরকারি দলের প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বিরোধী প্রার্থীর ভোটারদের কেন্দ্রে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। সরকার সমর্থকরা নিজেদের লোকজন এনে ভোট দেওয়াচ্ছে। সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।