বর্তমান পদ্ধতি পরিবর্তন ছাড়া নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি : এরশাদ
প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তন ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সুন্দরবন হোটেলে জাতীয় যুব সংহতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, এই দুই নেত্রী (হাসিনা ও খালেদা) নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান না। অর্থ, বিত্ত ও পেশীশক্তির মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চান। তাদেরকে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য করতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গিয়ে জনগণকে দু:শাসন থেকে মুক্তি দেব, তাদের মুখে হাসি ফোটাব। এটাই আমার জীবনের শেষ ইচ্ছা।
সংগঠনের সভাপতি আলমগীর শিকদার নোটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এমপি, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সদস্য সচিব রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।
–