‘বর্তমান নির্বাচন পদ্ধতিতে জাল-জালিয়াতি হবেই’
ঢাবি : বর্তমান নির্বাচন পদ্ধতিতে জাল- জালিয়াতি হবেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বাংলাদেশের সংবিধান পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটা দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্বাচন পদ্ধতি। গত দশম জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন ব্যর্থ হওয়ার পেছনে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমাধান না হলে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সংবিধানের পরিবর্তন আনতে হবে। এজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। একটি ভালো সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের সংশোধন ব্যবস্থা থাকতে হবে।
সংবিধান সংশোধনের জন্য মূল বিষয়কে বাছাই করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংশোধনে দেশের জনগণ এবং সকল রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা থাকতে হবে। যদি সংবিধানে কোনো দলকে আক্রমণাত্মকভাবে উপস্থাপন করা হয় তাহলে গ্রহণযোগ্য সংবিধান সংশোধন সম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যরিস্টার সাদিয়া আরমান, আশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামিলুর রহমান খান উপস্থিত ছিলেন।