বর্তমানে আমাদের দেশে ভেজালমুক্ত খাবার পাওয়া যেন হাতে সোনার খনি পাওয়ার মত । যেটা কিনি সেটায় ভেজাল। আমরা এমনই একজনের সন্ধান খুজে বের করেছি যিনি প্রতিনিয়ত এই ভেজালের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। উৎপাদন করছে কেমিক্যাল মুক্ত নিরাপদ খাদ্য পণ্য আর পৌছে দিচ্ছে মানুষের হাতে। নাম তার আরিফ ফয়সাল।

16/11/2020 9:32 pmViews: 21

 

বর্তমানে আমাদের দেশে ভেজালমুক্ত খাবার পাওয়া যেন হাতে সোনার খনি পাওয়ার মত । যেটা কিনি সেটায় ভেজাল। আমরা এমনই একজনের সন্ধান খুজে বের করেছি যিনি প্রতিনিয়ত এই ভেজালের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। উৎপাদন করছে কেমিক্যাল মুক্ত নিরাপদ খাদ্য পণ্য আর পৌছে দিচ্ছে মানুষের হাতে। নাম তার আরিফ ফয়সাল।

কুষ্টিয়ার এক প্রত্যন্ত এলাকায় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে অর্থনীতিতে অনার্স ও মাষ্টর্স শেষ করে শুরু করে নিরাপদ খাদ্য পণ্য উৎপাদনের কাজ। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য করে যাচ্ছে দিনরাত অক্লান্ত পরিশ্রম। শুধু নিজে নয় তার এই কাজের সাথে যুক্ত করেছে গ্রামের কিছু অসহায় দরিদ্র নারী ও বেকার যুবকদের যারা তাদের উৎপাদিত পন্য বিক্রি করে কিছুটা আয় করে নিজেরা স্বাবলম্বি হতে পারে। তার এই স্বপ্নের নাম দিয়েছে দেশোদ্ভব (দেশীয় পণ্য উৎপাদন এবং দেশে দেশীয় পণ্য ছড়িয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা)।


বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় দেশোদ্ভব তাদের উৎপাদিত পণ্য হোমডেলিভারি দিচ্ছে। আগে থেকে পণ্যের চাহিদা জানালে তাদের কর্মীদ্বারা বাসায় পণ্য পৌঁছে দেয়। দেশোদ্ভবের পরিচালক আরিফ ফয়সাল স্বপ্ন দেখে দেশের প্রতিটি মানুষের কাছে নিরপাদ খাদ্য পণ্য পৌছানোর।

Leave a Reply