বরিশাল-১ আসনে রাজনৈতিক নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রেমানন্দ ঘরামী ॥
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। তাই এবারের কোরবানীর ঈদ মানেই নির্বাচনী আমেজ। এ আমেজ থেকে কোন অংশেই পিছিয়ে নেই রাজনৈতিক সচেতন বলেখ্যাত বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত উৎসব শারদীয় দুর্গা পূজার শুরু থেকেই রাজনৈতিক দলের নেতারা যে যার মতো করে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। পূজা শেষ হতে না হতেই ঈদের আমেজ রাজনৈতিক নেতাদের ক্লান্ত করলেও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে রাজনৈতিক চাঙ্গা ভাবের সৃষ্টি হয়েছে।
পূজার শুরু থেকে অদ্যবর্ধি ঈদুল আযহা উপলক্ষ্যে এ আসনের আওয়ামীলীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন তার অনুগত নেতা-কর্মীরা। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দে, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ফরহাদ মুন্সী, প্রণব রঞ্জন দত্ত (বাবু দত্ত) সহ অন্যান্য নেতৃবৃন্দরা বিভিন্ন আঙ্গিকে নির্বাচনী এলাকার নেতা-কর্মী থেকে শুরু করে সাধারন জনগনের সাথে ঈদ ও পূজার শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন।
অপরদিকে কোন অংশেই পিছিয়ে নেই এ দু’উপজেলার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা। পূজার শুরু থেকে অদ্যবর্ধি ঈদুল আযহা উপলক্ষ্যে দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সাধারন জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সুপ্রীমকোর্টের যুগ্ন সাধারন সম্পাদক ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা, সদর উত্তর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. ইঞ্জিনিয়ার এম. শাহ আলম, জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক, গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর যুবদলের আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিকে ঈদুল আযহা উপলক্ষ্যে নির্বাচনী এলাকার জনসাধারনকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোঃ কামরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা রহমান পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রাসেল। অন্যদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গৌরনদী উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক জহুরুল ইসলাম জহির।