বরিশাল সেফহোমে বিদেশী তরুণী

06/10/2013 3:52 pmViews: 16

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বঙ্গোপসাগর থেকে পাঁচদিন পূর্বে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা বিদেশী তরুণীর (২০) ঠাঁই মিলেছে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সেফহোমে। শনিবার রাতে তাকে বরগুনার আমতলী থেকে এখানে নিয়ে আসা হয়। তবে ওই তরুনীর ভাষা বুঝতে না পারায় এখনো তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
আমতলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, গত মঙ্গলবার বঙ্গোপসাগরের লেম্বুর চর থেকে ১০ কিলোমিটার দক্ষিন সাগরে ভাসমান অবস্থায় জেলেরা ওই তরুনীকে উদ্ধার করে। তাকে (তরুনীকে) বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের রাখাইন পল্লী নামিশেপাড়ার বাসিন্দা সুধশ্যো সচীন বাবুর বাড়িতে আশ্রয় দেয়া হয়। বিষয়টি স্থানীয় কতিপয় বখাটে যুবকেরা জানতে পেরে ওই তরুণীকে বিভিন্ন ধরনের যৌণ হয়রানী করে আসছিলো। পরবর্তীতে বিষয়টি তারা (আমতলী সমাজ সেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা) জানতে পেরে তরুণীকে শনিবার বিকেলে তাদের হেফাজতে নেন। ওইদিনই রাতে তালতলী থানা পুলিশের সহযোগীতায় তরুণীকে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সেফহোমে পৌঁছে দেয়া হয়।

Leave a Reply