বরিশাল সিটি মেয়র কামাল ও সাবেক মেয়র হিরণের ঈদ শুভেচ্ছা
প্রেমানন্দ ঘরামী, বরিশাল : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বরিশাল নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামাল ও সাবেক মেয়র শওকত হোসেন হিরণ।
মঙ্গলবার রাতে এক শুভেচ্ছা বার্তায় মেয়র আহসান হাবিব কামাল বলেন, পবিত্র ঈদুল আযহা মানুষের লোভ লালসা, পাপ, হিংসা, ক্রোধসহ সকল অশুভ প্রবৃত্তিকে শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় ঈদুল আযহা ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে সুসংহত করে। শুভেচ্ছা বার্তায় তিনি নগরবাসীর কল্যাণ কামনা করে বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সব শ্রেণীর মানুষকে আরও ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করে। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভেচ্ছা বার্তায় মেয়র নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কোরবানির বর্জ্য নির্দিষ্টস্থানে ফেলতে এবং বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
অপর এক শুভেচ্ছা বার্তায়, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় সাবেক মেয়র হিরণ বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা যেমন আনন্দ-উৎসবের উপলক্ষ তেমনি তা আমাদের সুযোগ করে দেয় ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের সুনিপুণ বন্ধন আরও শক্তিশালী করার। শুভেচ্ছা বার্তায় তিনি নগরবাসীর সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।