বরিশাল সিটি নির্বাচনে ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো-এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বরিশাল সিটি নির্বাচনে ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো- এই অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরক্ষে ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। এদের আমলে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই।’সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ তিনি এ বিবৃতি দেন। বিএনপি মহাসচিব বলেন, ‘প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যক্কারজনক। এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।’