বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন
বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে একাধিক প্রার্থী থাকায় বিপাকে পরেছেন আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলররা। এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলদের সংখ্যা বেশি থাকায় প্রার্থীতার দিক থেকে তাদের পাল্লাটাই ভারি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর নবনির্বাচিত মেয়র নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়ম অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার ১ মাসের মধ্যেই প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কে কোন প্যানেলের প্রার্থী হবে তা নিশ্চিত করতে ৪০জন কাউন্সিলরদের কাছে ভোট চাইতে শুরু করেছেন অনেকে। বিশেষ করে মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও বিসিসি মেয়র আহসান হাবিব কামালের সানিধ্য পেতে ছুঠছেন অনেকে।
১নং মেয়র প্রার্থী হতে যারা মাঠে নেমেছেন তারা হলেন-আলতাফ মাহমুদ সিকদার, একেএম শহীদুল্লাহ ও একেএম মরতুজা আবেদীন। ২নং প্যানেল মেয়র প্রার্থীরা হলেন-হাবিবুর রহমান টিপু, মীর জাহিদুল কবির জাহিদ। সংরক্ষিত মহিলাদের মধ্যে শরীফ তাছলিমা কামাল পলি, রাশিদা বেগম ও কামরুন্নাহার পলির নাম শোনা যাচ্ছে।