বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূঁজা মন্ডব আগৈলঝাড়া
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলার ১৪১টি মন্ডবে চলছে হিন্দু ধর্মের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূঁজার প্রস্তুতি। যথাযোগ্য মর্যাদায় পূজা উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। আইন শৃংখলা নিয়ন্ত্রনে থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সবমিলিয়ে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে এখনই সর্বত্র চলছে সাজ সাজ রব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী সভাপতি শিক্ষক সুনিল কুমার বাড়ৈর সভাপতিত্বে গত বছরের আর্থিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস। শেষে আগামী দু’বছরের জন্য সর্বসম্মতিক্রমে সুনিল কুমার বাড়ৈকে সভাপতি ও বিপুল দাসকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠিত সভায় আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, পূঁজার সময় যেকোন ধরনের নাশকতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য ইতোমধ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি উৎসবকালীন সময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উৎশৃংখলতা বর্জন, আতশবাজি কিংবা পটকা না ফুটানোর জন্য স্ব-স্ব-মন্দির কমিটির নেতৃবৃন্দদের জোড়ালো ভূমিকা পালনের জন্য অনুরোধ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. বিনয় ভূষণ বালা, ড. নীল কান্ত ব্যাপারি, সাবেক অধ্যাপক রনজিত বাড়ৈ খোকন, সাবেক প্রধান শিক্ষক অরুন কৃষ্ণ হালদার, প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, নির্মলেন্দু বাড়ৈ, সাবেক চেয়ারম্যান রমেশ চন্দ্র দাশ, দুলাল দাশগুপ্ত, ডাঃ অমূল্য রতন বাড়ৈ, মনি মোহন হালদার, রবিন্দ্র নাথ হালদার, হরে কৃষ্ণ রায় পলাশ, অনিমেষ মন্ডল, জগদীশ ভক্ত প্রমুখ। একই সভায় উপজেলার বিভিন্ন পূঁজা মন্ডপের পূর্নাঙ্গ কমিটিসহ তালিকা উপজেলা নেতৃবৃন্দের কাছে জমা দেয়া হয়।
সভায় হিন্দু নেতৃবৃন্দরা পূজার জন্য রাষ্ট্রীয় সহায়তা “খয়রাতি চাউল” নামেরস্থলে ধর্ম মন্ত্রণালয়ের সহায়তা শব্দ ব্যবহার করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেন।
উল্লেখ্য, গত বছর বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা মন্ডপছিলো আগৈলঝাড়া উপজেলা। ওই বছর ১৩৯টি মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার ১৪১টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গা পূঁজা অনুষ্ঠিত হবে।