বরিশাল পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশাল বিভাগের সবচেয়ে বেশি দুর্গা পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলার নির্মানাধীন কয়েকটি পূজা মন্ডব গতকাল বুধবার সকালে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ। তিনি সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দদের কাছে আসন্ন শারদীয় দুর্গা পূজায় শান্তি শৃংখলা বজায় রাখার পাশাপাশি যেকোন ধরনের নাশকতা প্রতিরোধের আহবান করেন।
পরে তিনি দুর্গা পূজা উপলক্ষে উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ, পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু নেতৃবৃন্দের সাথে থানার সভা কক্ষে মতবিনিময় করেন। এসময় তার সাথে সহকারী পুলিশ সুপার (সদর) অশোক কুমার নন্দী, গৌরনদী সার্কেলের এএসপি মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার আগৈলঝাড়া উপজেলায় ১৪১টি পূজা মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।