বরিশাল নগর জীবনে অবশেষে স্বস্তির বৃষ্টি
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ কয়েকদিনের অসহ্য গরমে অতিষ্ঠ বরিশালবাসীর গতকাল বুধবারের সকালটা শুরু হয়েছে ভিন্ন আমেজে। সকালে মেঘলা আকাশ। কোথাও হালকা আবার কোথাও ভারি বর্ষণ। মধ্য আশ্বিনে এমন বর্ষণে স্বস্তি এনে দিয়েছে নগরজীবনে। বরিশালের কয়েটি এলাকায় সকালে প্রবল বৃষ্টিপাত হয়েছে। অফিস সময়ে এমন বৃষ্টি বিড়ম্বনার হলেও তাতে বিরক্ত হননি নগরবাসী। গত কয়েকদিনের ভ্যাপসা আর শরীর জ্বালা অসহ্য গরমের পর এমন বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে সর্বত্র।
অনেকেই স্বস্তির বৃষ্টি মাথায় নিয়েই রওনা হন অফিস-আদালতে। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও দেখা গেছে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে। সকাল সায়ে নয়টার দিকে ভারী বৃষ্টিপাতের সাথে সাথে শুরু হয় বজ্রপাত। নগরীর কয়েকটি এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। অপরদিকে বৃষ্টির কারনে কর্মজীবী সাধারণ মানুষ কিছুটা বিড়ম্বনায় পড়লেও অধিকাংশ নাগরবাসীর মধ্যে নতুন করে উদ্যম ফিরে এসেছে। নগরীর অসংখ্য রিসকা চালকদের দেখা গেছে, অসহ্য গরমের ক্লান্তি আর অস্বস্তি কাটিয়ে বৃষ্টিতে ভিজে তারা নবউদ্যমে রিসকার প্যাডেল চেঁপে চলেছেন।