বরিশাল থেকে সরকার পতনের আন্দোলন-গৌরনদীতে সেলিমা রহমান
খোকন আহম্মেদ হীরা: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, আগামি ২৪ অক্টোবর ডেট লাইনের আগে ২২ অক্টোবর বরিশালে বেগম খালেদা জিয়ার বিভাগীয় মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনে ঢাকা অবরোধসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হতে পারে। তিনি আরো বলেন, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পূনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে দেশব্যাপী সফরের অংশহিসেবে বরিশালে বেগম খালেদা জিয়া মহাসমাবেশ করবেন আগামি ২২ অক্টোবর। সেই দিক থেকে বিবেচনা করে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার এ সফর রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার রাতে ঢাকা থেকে সড়ক পথে বরিশাল ফেরার পথে গৌরনদীতে যুবদল নেতাদের সাথে এক মতবিনিময় সভায় সেলিমা রহমান উল্লেখিত কথাগুলো বলেছেন। গৌরনদী বন্দরস্থ তিন বেলা বাংলা চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক, গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু। এসময় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে যুবদল নেতা বদিউজ্জামান মিন্টুর নেতৃত্বে বিশাল একটি মটরসাইকেল মহড়া নিয়ে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, দু’বার তারিখ পরিবর্তনের পর অবশেষে ১৮ দলীয় জোট নেতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী ২১ অক্টোবর রাতে বরিশালে আসছেন। পরেরদিন ২২ অক্টোবর দুপুর ২ টায় তিনি (খালেদা জিয়া) নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলর্স পার্ক) ১৮ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।