বরিশালে ৭’শ বোতল ফেনসিডিল ছিনতাই

25/09/2013 11:17 amViews: 20

বরিশাল  সংবাদদাতা ॥ দিনমজুরের বসত ঘরে জোরপূর্বক এক মাদক বিক্রেতার গচ্ছিত রাখা ৭’শ বোতল ফেনসিডিল ছিনতাই হয়েছে। এ ঘটনায় ওই মাদক বিক্রেতার হুমকির মুখে গত দু’দিন থেকে নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দিনমজুর মোহাম্মদ সরদার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের।
জানা গেছে, একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম বেপারী গত ২২ সেপ্টেম্বর রাতে জোরপূর্বক তার পাশ্ববর্তী বাড়ির দিনমজুর মোহাম্মদ সরদারের ঘরে বস্তা ভর্তি ৭’শ বোতল ফেনসিডিল গচ্ছিত রাখে। ২৩ সেপ্টেম্বর গচ্ছিত ওই ফেনসিডিল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় একই গ্রামের আব্দুল মালেক হাওলাদার ও তার সহযোগীরা। এ ঘটনায় নুরুল ইসলাম তার গচ্ছিত রাখা ফেনসিডিল ফেরত দেয়ার জন্য দিনমজুর মোহাম্মদ সরদারকে পুলিশে ধরিয়ে দেয়াসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। তার অব্যাহত হুমকির মুখে গত দু’দিন থেকে দিনমজুর মোহাম্মদ সরদার নিজ এলাকা ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে এনিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply