বরিশালে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক-১

29/09/2013 9:42 amViews: 8

graftar9.thumbnailসংবাদদাতা, বরিশাল, ২৯সেপ্টেম্বর, প্রথম বাংলা  ॥ বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা শনিবার দিবাগত মধ্যরাতে গৌরনদী পৌরসভার ট্রাক চালক দেলোয়ার হোসেনের বাসায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় এক খুচরা বিক্রেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শনিবার রাত দশটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ইয়াবার খুচরা বিক্রেতা খলিল বেপারী ওরফে হোরোইন খলিলকে তিন’শ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত খলিল বেপারী পৌর এলাকার দক্ষিণ পালরদী মহল্ল¬ার বাসিন্দা। পরবর্তীতে আটককৃত খলিলের দেয়া স্বীকারোক্তিমতে ওইদিন মধ্যরাতে ইয়াবা সম্রাট একই মহল্ল¬ার (দক্ষিণ পালরদী) বাসিন্দা ও গৌরনদী পৌরসভার ট্রাক চালক মোঃ দেলোয়ার হোসেনের বাসায় অভিযান চালিয়ে সাত’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা সম্রাট দেলোয়ার হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।

Leave a Reply