বরিশালে ১০দিনেও নিখোঁজ শ্রমিক নেতার সন্ধান মেলেনি

10/10/2013 8:43 pmViews: 14

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ নিখোঁজের ১০দিন পরেও সন্ধান মেলেনি বরিশাল জেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান কামাল সরদারের। তাকে ফিরে পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্মাদের আশু হস্তক্ষেপ কামনা করে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
লিখিত বক্তব্যে নিখোঁজ কামালের স্ত্রী রেবা খানম জানান, গত ২৫ সেপ্টেম্বর তার স্বামী ব্যবসায়ীক কাজে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ৩০ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহের ত্রিশালে অবস্থান করছেন বলে তার সাথে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে কামালের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ ঘটনায় গত ১ অক্টোবর ঢাকার পল্ল¬বী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। লিখিত বক্তব্যে আরো জানা গেছে, নিখোঁজের ঘটনায় পুলিশ কামাল সরদারের সহযোগী সরোয়ারকে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলা থেকে গ্রেফতার করেও কোন ক্লু-উদঘাটন করতে পারেনি। সংবাদ সম্মেলনে নিখোঁজ কামালের মা ফিরোজা বেগম, সংগঠনের সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিমসহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply