বরিশালে হরতালের দ্বিতীয় দিনে পাল্টাপাল্টি সমাবেশ
বরিশাল প্রতিনিধি : ১৮দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা এবং মহানগর বিএনপি। অপরদিকে হরতালে বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ।
সোমবার সকাল সাতটায় নাজিরের পুল এলাকা থেকে হরতালের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি’র নেতৃত্বে মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিকে সকাল আটটায় বাংলাদেশ ব্যাংকের সম্মুখ থেকে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সিটি মেয়র আহসান হাবিব কামালের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
অপরদিকে হরতালে বিপক্ষে সোমবার সকাল দশটায় মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শওকত হোসেন হিরণ ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখ থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া নগরীতে তেমন কোন অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি বেলা বাড়ার পর নগরীতে ১৮দলের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। এদিকে দুরপাল্লার রুটে বাস চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে স্বাভাবিক রয়েছে। একইসাথে অভ্যন্তরীন নৌ-রুটের লঞ্চগুলো নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে ছেড়ে গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শামসুদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে বিশেষ এলাকাগুলোতে পাঁচ’শ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশপাশি আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ও র্যাবের বেশ কয়েকটি টহল দল কাজ করছে।