বরিশালে স্কুল ছাত্রীকে যৌণ হয়রানীর ঘটনায় মামলা
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের উজিরপুর উপজেলার কচুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে বখাটে যুবক কর্তৃক অব্যাহত যৌণ হয়রানী ও শ্লীলতাহানির ঘটনায় গতকাল বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার আটক গ্রামের হালিম খানের কন্যা ও স্কুল ছাত্রী মুক্তা খানম জানান, একই গ্রামের আব্দুল তালুকদারের বখাটে পুত্র রহিম তালুকদার দীর্ঘদিন থেকে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাব প্রত্যাখান করায় সে বিভিন্ন ধরনের হয়রানী শুরু করে। গতকাল বুধবার সকালে সে (মুক্তা) স্কুলে যাওয়ার পথে নির্জন স্থানে বসে বখাটে রহিম আকস্মিক ভাবে তাকে ঝাঁপটে ধরে টানা হেচরা শুরু করে শ্লীলতাহানি করে। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে রহিম পালিয়ে যায়।
উজিরপুর থানার এস.আই শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় স্কুল ছাত্রী মুক্তা খানম বাদি হয়ে রহিম তালুকদারকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।